Apan Desh | আপন দেশ

হাজার কোটির ক্লাবে ‘জাওয়ান’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩

হাজার কোটির ক্লাবে ‘জাওয়ান’

ফাইল ছবি

গত ৩১ বছরে যা করতে পারেননি চলতি বছর একবার নয়, দুইবার তা করে দেখিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। বলা যায় একই বছর ডাবল ধামাকা। ক্যারিয়ারি শাহরুখ খানের কোনো সিনেমাই হাজার কোটি ক্লাবে প্রবেশ করতে পারেনি। ‘পাঠান’ দিয়ে ঘুচিয়েছিলেন সেই দুঃখ। এতেই থেমে যাননি। ছাড়িয়ে যাচ্ছেন এই সিনেমাকেও।

দ্বিতীয়বারের মতো প্রবেশ করলেন হাজার কোটি ক্লাবে। মাত্র ১৮ দিনেই এই মাইলফলকে পৌঁছে গেছে শাহরুখ খানের ‘জাওয়ান’। সিনেমা মুক্তির আগেই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ, অগ্রিম বুকিং সব মিলিয়ে বোঝাই যাচ্ছিল ঝড় তুলবে এই সিনেমা। এই ঝড়ে এত দ্রুত যে হাজার কোটি ক্লাবে প্রবেশ করবে তা হয়ত খোদ শাহরুখ খানও ভাবেননি।

আরও পড়ুন <> জওয়ানে নয়নতারা গুরুত্ব না পাওয়ার কারণ জানালেন শাহরুখ

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট ইনস্টাগ্রামে জানিয়েছে, মাত্র ১৮ দিনে এই সিনেমার আয় এক হাজার চার কোটি রুপি। এরমধ্যে ভারত থেকে আয় ৫৬০ কোটি রুপি। ৩০০ কোটি রুপি বাজেটের ‘জাওয়ান’ নির্মাণ করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। দক্ষিণী নির্মাতার সঙ্গে এটিই শাহরুখের প্রথম সিনেমা। আর প্রথমবারেই এই ‍জুটি বাজিমাত করল। এতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। এ ছাড়া অতিথি চরিত্রে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

সামনে আরও এক ধামাকা নিয়ে হাজির হবেন শাহরুখ। প্রথমবারের মতো এই অভিনেতা অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে। বছরের শেষে ‘ডাঙ্কি’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। শাহরুখ ভক্তরা অপেক্ষায় রয়েছেন। 

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়