ফাইল ছবি
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার মোট ১ হাজার ৩৬১ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাধারণ ক্যাডারের জন্য ৩৯০ জন, কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য ৭৩৮ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য ১৩৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন<<>>‘বছরের প্রথম দিনেই শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার বিস্তারিত তারিখ, সময় ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তিসংগত কোনো কারণে প্রকাশিত সময়সূচি বা নির্দেশনায় সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































