মুজাহিদ ফয়সাল ও মেহেদী হাসান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি মনোনীত হয়েছেন আরবী বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরে এলাকায় ছাত্রশিবিরের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও অনুষ্ঠানের প্রধান অতিথি সিবগাতুল্লাহ সিবগা।
নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল বিগত কমিটির সেক্রেটারির দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি এমফিলে অধ্যয়নরত আছেন ও নবনির্বাচিত সেক্রেটারি আগের কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। নতুন নেতৃবৃন্দ অতি শীগ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানা গেছে।
সদস্য সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখা সদস্যবৃন্দ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































