Apan Desh | আপন দেশ

ওসমান হাদীর উপর হামলা, রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ১৩ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদীর উপর হামলা, রাবিতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট হয়ে নগরীর তালাইমারিতে এসে জমায়েত হয়। 

এসময় তাদেরকে আবু সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, জুলাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হাদীর ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

আরও পড়ুন<<>>রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল ৩ শিক্ষার্থীর 

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জিএস সালাহ্উদ্দিন আম্মার বলেন, জুলাই-এর পর থেকে দুইটা গোষ্ঠী এখনও পর্যন্ত একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে সমান তালে সাপোর্ট করে যাচ্ছে। একটা হচ্ছে খুনি লীগ, আরেকটা হচ্ছে যারা আওয়ামী লীগকে বিভিন্ন নামকরণে বৈধতা দিতে চায়। গতকাল যখন ডাকসু নেতা এবি জুবায়ের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এক শিক্ষককে ধাওয়া করেছিল। তখন কিছু সুশীলের চেতনাদণ্ড দাঁড়িয়ে গিয়েছিল। আজকে সে সুশীল বাঙ্গু সমাজকে সরব দেখতে চাই।  

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, মুজিব মানে মুজিব, হাসিনা মানে হাসিনা। এদের ভিন্ন পজিটিভ সঙ্গায়ন এ বাংলার মাটিতে হতে পারে না। আগামী নির্বাচনে কেমন লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে এইটা আমাদের বুঝা হয়ে গেছে। তফসিল ঘোষণার একদিনের মাথায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। তার মানে আগামী নির্বাচন কত বড় ভয়ংকর মেসেজ দিচ্ছে বিপ্লবীদের জন্য। এ ঘটনার সঙ্গে যারা জড়িত অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ইন্টেরিম সরকারের পক্ষ থেকে দেখতে চাই। 

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী মুজাহিদ ফয়সাল বলেন, রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব ওসমান হাদী। অনেক জুলাই যুদ্ধা অনেক গোষ্ঠীর সঙ্গে আপস করেছে—দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, কিন্তু ওসমান হাদী কারও সঙ্গে আপস করে নাই। ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদ, মুজিববাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছে। তাই আমরা মনে করি আজকে যে হামলা হয়েছে এর সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও মুজিববাদী লোকেরা জড়িত। সাম্প্রতিক সময়ে ওসমান হাদী চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাই আমরা মনে করি এ হামলার পিছনে এসব টেন্ডারবাজদের ও হাত আছে। আমরা অতিদ্রুত জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দেখতে চাই। 

আমাদের মাথায় যতই গুলি করা হোক না কেন, আমরা ইনসাফ নিয়ে বেঁচে থাকব বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি ও রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, তারা আমাদের শহীদ করে, গুলি করে, কখনও থামাতে পারে নাই আর কখনও পারবেও না, ইনশাআল্লাহ। আজকের এ বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আজকের এ বাংলাদেশ জুলাইয়ের বাংলাদেশ। যারা আওয়ামী প্রেতাত্মাদের সফট কর্নার দিতে চান তারা জেনে নিন, আমরা মুসলিম, আমরা সংগ্রামী, আমরা কখনও থেমে যাব না। 

তালাইমারিতে জমায়েত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে ওসমান হাদীর সুস্থতার জন্য মোনাজাত করেন উপস্থিত নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে রাকসু ভিপি, রাকসু জিএস, রাকসুর অন্যান্য সদস্যবৃন্দ, রাবি শিবিরের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়