Apan Desh | আপন দেশ

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮, ৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৪৪, ৩ ডিসেম্বর ২০২৫

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা/ছবি সংগৃহীত

বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

বুধবার (০৩ ডিসেম্বর) থেকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহবায়ক মু. মাহবুবর রহমান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।

সারাদেশের বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক অনেকেই নেননি বার্ষিক পরীক্ষা। তবে প্রধান শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে কঠোর বার্তা দেয়া হয়। 

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে কাজে যোগদান করে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্নের জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে। অন্যথায় চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নির্দেশনার পর আন্দোলনরত শিক্ষকরা অনলাইন মিটিংয়ে বসেন। মন্ত্রণালয়ের এ নির্দেশনার পর শিক্ষকরা অনলাইন মিটিংয়ে বসেন।

আরও পড়ুন>>>‘লাগাতার’ অবস্থান কর্মসূচির ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদানের ১০ ও ১৬ বছর চাকরি সমাপনান্তে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের মধ্য হতে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। উক্ত দাবিসমূহ বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং বেতন-কমিশনের সভাপতির সঙ্গে উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়নের বিষয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। গত ৭ আগস্ট সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড হতে ১১তম গ্রেড এ উন্নীতকরণের বিষয়টি বিবেচনার জন্য জাতীয় বেতন কমিশন-২০২৫-কে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের বিষয়টি পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পরপরই অর্থ বিভাগ কর্তৃক পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে গত ১০ই নভেম্বর অর্থ বিভাগের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, উপর্যুক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করার পরেও দেখা যাচ্ছে সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন চলমান বার্ষিক পরীক্ষা গ্রহণ না করে বিভিন্নভাবে ওই পরীক্ষা গ্রহণে বাধা বিঘ্ন সৃষ্টি করেছেন এবং কোথাও কোথাও পরীক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষকদের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে এ ধরনের অনাকাক্সিক্ষত কর্মসূচি গ্রহণ সরকারি চাকরি আইন, আচরণ বিধিমালার পরিপন্থি ও ফৌজদারি আইনেও বিবেচ্য।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়