
ছবি : আপন দেশ
একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) রাতে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় এ উত্তেজনা শুরু হয়। রাত দেড়টার দিকে শুরু হওয়া এ ধাওয়া-পাল্টাধাওয়া চলে রাত প্রায় তিনটা পর্যন্ত। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে দেয়। এ সময় উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।
মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহানেওয়াজ হলে সামনে ইট পাটকেল ছুড়ছে একটি পক্ষ। এ সময় কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও ভাঙচুর করে তারা।
সংবাদ সংগ্রহের নিউমার্কেট এলাকার দিকে গেলে দেখা যায় একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং মাঝে পুলিশের অবস্থান।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারা। যদিও চেষ্টা সফল হয়নি। এক পর্যায়ে ইট পাটকেল থেকে বাঁচাতে সরিয়ে নেয়া হয় সাদিক কায়েমকে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অভিযোগ দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও ছিল তাদের ক্ষোভ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন<<>> ইবিতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্রদল
ঘটনার সূত্রপাত যে জায়গা থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রাম্যমাণ একটি দোকানে স্থাপন করতে এসেছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা যা করতে না দেয়াতেই সংঘর্ষের সূত্রপাত।
সংঘর্ষের ঘটনায় এখন টেলিভিশনের সাংবাদিক ফরহাদ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী উভয়পক্ষকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে আসলে কী হয়েছে। যদি আইনগত ব্যবস্থা নেয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তা নেয়া হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।