Apan Desh | আপন দেশ

জাকসু নির্বাচনের ফল মেনে নিতে ছাত্রদল এজিএস প্রার্থীর আহবান

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনের ফল মেনে নিতে ছাত্রদল এজিএস প্রার্থীর আহবান

ছবি: আপন দেশ

ভোটগ্রহণের পর প্রায় দুই দিন পেরিয়ে গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা হয়নি এখনও। রয়েছে নানা অনিয়মের অভিযোগ। এরইমধ্যে নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন। এত কিছুর পরও শিক্ষার্থীদের স্বার্থে চূড়ান্ত ফল মেনে নেয়ার আহবান জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের নারী এজিএস প্রার্থী আঞ্জুমান ইকরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেয়া এক পোস্টে তিনি উল্লেখ বলেন, জাকসু নির্বাচনে জয়-পরাজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সুষ্ঠু ভোট নিশ্চিত করা। কিন্তু প্রশাসনের প্রকাশ্য কারচুপি ও অনিয়ম সত্ত্বেও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার তাগিদে এ ফল মেনে নিতে হবে।

ইকরা আরও জানান, জাতীয়তাবাদী ছাত্রদল তাকে এজিএস প্রার্থী হিসেবে মনোনীত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে কাজ করার সুযোগ দিয়েছে—এজন্য তিনি কৃতজ্ঞ। 

আরও পড়ুন<<>>জাকসু নির্বাচনের ফল ঘোষণা আজ

সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ভুলগুলো পর্যালোচনা করে সামনে এগোনোর পথ খুঁজে বের করতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি নতুন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ইকরা।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ভোট শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল-সমর্থিত প্যানেল। 

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী অভিযোগ করেন, শুরু থেকেই তারা ধারণা করছিলেন নির্বাচনটি সাজানো হবে। প্রশাসনকে বারবার সতর্ক করা হলেও তা আমলে নেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে বৈশাখী বিভিন্ন হলে জাল ভোট, নকল ব্যালট ব্যবহার, পোলিং এজেন্টদের কাজে বাধা এবং শিবির-সমর্থিত প্রার্থীদের সুবিধা দেয়ার অভিযোগও তুলে ধরেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়