Apan Desh | আপন দেশ

চার প্যানেলের বর্জন, জাকসু ভোটের ফল প্রকাশ দুপুরে

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:৪৬, ১২ সেপ্টেম্বর ২০২৫

চার প্যানেলের বর্জন, জাকসু ভোটের ফল প্রকাশ দুপুরে

ছবি: আপন দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গ্রহণের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার প্রক্রিয়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপিত এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।

ফলাফল জানতে বাইরে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। তবে জাকসু নির্বাচন কমিশনের সদস্যরা বলছেন, ভোট গণনা শেষ করে ফলাফল প্রকাশে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর হয়ে যেতে পারে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তার বলেন, মীর মশাররফ হোসেন হলের ব্যালট দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। গণনা শেষ করতে সকাল হয়ে যেতে পারে।

ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করার কারণে এ ফল পেতে শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রশিদুল আলম। তিনি বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে তাই আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

এবার জাকসু নির্বাচনে পূর্ণ ও আংশিকসহ আটটি প্যানেল অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্রদলের প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ (২৫ পদে ৫ প্রার্থী), স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ (৮ প্রার্থী) এবং ছাত্র ফ্রন্টের একাংশের একটি প্যানেল (৩ প্রার্থী) ভোট বর্জন করেছে। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ভোট বর্জন করেছেন।

আরও পড়ুন<<>>জাকসুর চার প্যানেলের ভোট বয়কট, পুনর্নির্বাচন দাবি

অবশ্য ভোটে ছিল ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর বৃহস্পতিবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন।

জাকসু কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ৯ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২১টি হলের প্রতিটিতে পদসংখ্যা ১৫।

বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষে বিভিন্ন হলের ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে। এ সময় সিনেট ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু করে জাকসু নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা ফলাফলের জন্য ভবনের দ্বিতীয়, তৃতীয় তলার সিঁড়ির একপাশে, করিডোরে এবং ভবনের সামনের চত্বরে অপেক্ষা করছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়