Apan Desh | আপন দেশ

৪৯তম বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:২৮, ১০ সেপ্টেম্বর ২০২৫

৪৯তম বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর

ফাইল ছবি

৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দেশের সরকারি কলেজে ৬৮৩ শিক্ষক নিয়োগ দিতে ৪৯তম বিসিএসটি হবে বিশেষ। আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিসিএসের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন>>>ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই শিবির, ৫টিতে স্বতন্ত্রদের জয়

এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd ও দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়