
ছবি: আপন দেশ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য পরিবহন সংকট নিরসনে নতুন করে ৭টি যানবাহন ভাড়া নেয়ার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে মোট ৭টি নতুন বাস যুক্ত হবে।
বুধবার (০৬ আগস্ট) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেয়া হয়।
চলতি (২০২৫-২৬) অর্থবছরে শিক্ষার্থীরা পাবেন ৫টি নতুন বাস। শিক্ষকদের জন্য থাকবে একটি কোস্টার ও কর্মচারীদের জন্য একটি বাস। খুব শীঘ্রই এসব যানবাহনের ভাড়া চুক্তি সম্পন্ন হবে। দ্রুততম সময়ের মধ্যে এগুলো পরিবহন সেবায় যুক্ত হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থায় বিদ্যমান সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।