Apan Desh | আপন দেশ

রাকসুর তফসিল আদায়ে মাঠে নামছে শিবির 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১১:৪৩, ১৬ জুলাই ২০২৫

রাকসুর তফসিল আদায়ে মাঠে নামছে শিবির 

ছবি : আপন দেশ

জুলাইয়ের স্পিরিট ধারণ করুন ও ৩৬ জুলাইয়ের মধ্যে আওয়ামী সিন্ডিকেট অপসারণ করুন। রাকসুর তফসিল আদায় করতে দ্রুতই মাঠে নামছি ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকুন। সাকিব-রায়হান মরে নাই। জুলাই মরে নাই। বলে মন্তব্য করেছেন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফাইড ফেইসবুক অ্যাকাউন্টে এ কথা জানান তিনি।

এ সময় তিনি আরো বলেন, আমরা সবাই মিলে যেভাবে ছাত্রলীগ তাড়িয়েছি সেভাবে কি সবাই মিলে জুলাই বেইজড ক্যাম্পাস সাজাতে পেরেছি? ক্যাম্পাসে নীতিনির্ধারণী জায়গাগুলোতে এখনো আওয়ামীলীগ বসা। আওয়ামী সিন্ডিকেট বাতিল‌ করতে হন্যে হয়ে নাকি 'আইন' (বলার জন্য বলা) খুঁজছে প্রশাসন।

এদিকে ৩০ জুনের মধ্যে রাকসুর তফসিল ঘোষণার কথা ছিলো। কিন্তু সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও আজ ১৫ দিন পেরিয়ে গেছে। রাকসুর তফসিল ঘোষণার হদিস নেই। কোনো এক অদৃশ্য দঁড়িতে প্রশাসনের নাকি হাত-পা বাঁধা। প্রশাসন‌কে বলবো এসব 'পলিটিকাল‌ ডিলে' বাদ দিন। এই 'গড়িমসি' গুলোই গত তিন দশক ধরে রাকসু অকার্যকর রেখেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়