Apan Desh | আপন দেশ

চাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু 

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫

চাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু 

চাকসু ভবন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। এদিন বিকেল ৩টা পর্যন্ত চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। 

কেন্দ্রীয় ছাত্র সংসদের কোনো পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে হলে একজন শিক্ষার্থীকে নির্বাচন কমিশনে ৩০০ টাকা জমা দিতে হবে। অন্যদিকে হল সংসদের মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

আরও পড়ুন<<>>জাকসুর ভিপি জিতু-জিএস মাজহারুল

এ প্রসঙ্গে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আজ থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হচ্ছে। শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ সমাপ্তির পরপরই গণনা শুরু হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়