Apan Desh | আপন দেশ

জবিতে সাইকেল চুরির সময় যুবক আটক 

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৩, ২১ মে ২০২৫

জবিতে সাইকেল চুরির সময় যুবক আটক 

ছবি: আপন দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাইকেল চুরির সময় মো. সজিব মিয়া নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন নিরাপত্তা কর্মী ও শিক্ষার্থীরা।

বুধবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে সাইকেল চুরির সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর হাতে ধরা পড়েন তিনি। পরে জিজ্ঞাসাবাদে সে নিজেকে মো. সজিব মিয়া নামে পরিচয় দেয়। এর আগেও পাঁচটি সাইকেল চুরির কথা স্বীকার করে সজিব মিয়া।

আরওপড়ুন<<>>রাবি প্রশাসনে এখনও বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী আলমগীর হোসেন জানান, মুখে মাস্ক পরা অবস্থায় একজনকে আন্ডারগ্রাউন্ড থেকে সাইকেল নিয়ে বের হতে দেখি। সাইকেলে তালা বা শিকল না থাকায় সন্দেহ হয়। আমি তাকে থামালে সে মাস্ক খুলে ফেলে বলে হলে ঘুরতে এসেছে। এ সময় শিক্ষার্থীরা এসে জিজ্ঞাসাবাদ করলে সে সঠিকভাবে কিছু বলতে পারেনি। পরে চুরির কথা স্বীকার করে।

আটক সজিব মিয়া বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ থেকে এখন পর্যন্ত পাঁচটা সাইকেল চুরি করছি। আজও চুরি করতে এসে ধরা পড়ে যাই, ভবিষ্যতে আর করব না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, গত আট মাসে জবি থেকে অনেকগুলো সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় একাধিক জিডি করা হয়েছে। আজ গ্যারেজ থেকে শিক্ষার্থীরা একজন সজিব নামে এক যুবকে  আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। পুলিশকে জানানো হয়েছে, তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়