ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথমবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় বুথ স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে শাখা ছাত্রশিবির।
শনিবার (১৯ এপ্রিল) দুই শিফটে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, আম চত্বর, কিউব চত্বর, প্যারিস রোডসহ আরও কিছু স্থানে সহয়তা বুথ স্থাপন করা হয়।
ভর্তি পরীক্ষার্থী ফারহানা আক্তার বলেন, আমি বিশাল এ ক্যাম্পাসে এসে একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু ছাত্রশিবিরের ভাইয়েরা যেভাবে সাহায্য করেছে, তাতে আমি সহজেই কেন্দ্রে পৌঁছাতে পেরেছি। তাদের সহায়তায় আমি অনেক স্বস্তি পেয়েছি।
আরেক পরীক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, প্রথমে এতো বড় ক্যাম্পাসে এসে কিছুটা বিভ্রান্ত হই। শিবিরের দেয়া সহযোগিতা ও দিকনির্দেশনা পেয়ে আমরা পরীক্ষার্থীরা অনেক উপকৃত হয়েছি। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আরওপড়ুন<<>>ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে রাবি পিডিএফ
শাখা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রাজ্জাক বলেন, পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে ক্যাম্পাসে পৌঁছানো, পরীক্ষার হল খুঁজে পাওয়া, খাবার পানি সরবরাহ, ফার্স্ট এইড, মেডিসিন সরবরাহ, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও শিক্ষা উপকরণ দেয়াসহ নানা রকম সাহায্য করেছে সংগঠনটির সদস্যরা।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্টে তারা তথ্য কেন্দ্র স্থাপন করে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করে। এছাড়া অভিভাবকদের বসার জন্য শেড, শিশুদের জন্য চকলেটসহ রিডিং কর্নার স্থাপন করেছেন।
অপরদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। এদিন ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফাউন্ডেশনের ৬০ জন স্বেচ্ছাসেবক দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় রাজশাহী সেন্টারের কো-অর্গানিয়ার মাহমুদুল হাসান তুষার জানান, পরিছন্নতার পাশাপাশি ভর্তিচ্ছুদের সেবা দানের জন্য সার্বক্ষণিক ডাক্তার, ফাস্ট এইড মেডিসিন, অক্সিজেন সিলিন্ডার, হুইল চেয়ার এবং অ্যাম্বুলেন্স সেবা প্রস্তুত আছে। আমরা এ কাজের মাধ্যমে সবাইকে একটি সুন্দর পরিচ্ছন্ন দূষণমুক্ত সমাজ বিনির্মাণের বাত্রা দিতে চাই। এ ধরনের সেবামূলক কাজে কোয়ান্টাম ফাউন্ডেশন সবসময় অগ্রণী ভূমিকা রাখবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































