Apan Desh | আপন দেশ

মান্নাকে ৩৮ কোটি টাকার খেলাপি ঋণের নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০২, ৫ ডিসেম্বর ২০২৫

মান্নাকে ৩৮ কোটি টাকার খেলাপি ঋণের নোটিশ

মাহমুদুর রহমান মান্না

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধে ‘কল ব্যাক নোটিশ’ জারি করেছে।

বুধবার (০৩ ডিসেম্বর) শাখা প্রধান তৌহিদ রেজার স্বাক্ষরিত ওই নোটিশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে। এবিএম নাজমুল কাদির জুলাই মাসের গণঅভ্যুত্থানে দায়ের হওয়া ৯ মামলার পলাতক আসামি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

আরও পড়ুন>>>চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামতে পারে: গভর্নর

ব্যাংকের নোটিশে বলা হয়েছে, লাভজনক প্রতিষ্ঠান হয়েও আফাকু কোল্ড স্টোরেজ ঋণ পরিশোধে কোনো অগ্রগতি দেখায়নি। ২০১০ সালে ২২ কোটি টাকার বিনিয়োগ অনুমোদনের পর মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বর্তমানে বকেয়া দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা।

নোটিশে আরও বলা হয়, ২০২৫ সালের ১৮ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ না করলে ব্যাংক আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।

জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেন, খেলাপি ঋণ আগে থেকেই ছিল। ব্যাংকে নতুন কোনো নোটিশ সম্পর্কে এখনও কিছু জানি না। তবে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নতুন করে শিডিউলের মাধ্যমে খেলাপি ঋণ শোধের চেষ্টা করছি।

ইসলামী ব্যাংক বগুড়া শাখা প্রধান তৌহিদ রেজা বলেন, আফাকুর চেয়ারম্যান মাহামুদুর রহমান ঋণ খেলাপি হওয়ার পরও টাকা পরিশোধে উদ্যোগ নেয়নি। লাভজনক প্রতিষ্ঠান হলেও তিনি চুক্তিমতো টাকা দিচ্ছেন না। এজন্য টাকা পরিশোধে তাকে নোটিশ দেয়া হয়েছে।

আপন দেশ/ এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়