Apan Desh | আপন দেশ

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ চূড়ান্ত

সংগৃহীত ছবি

একীভূত হতে যাওয়া দুর্বল ৫ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ইউনিয়ন ও গ্লোবালে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের দুই পরিচালক, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন তিন নির্বাহী পরিচালক।

রোববার (২৮ সেপ্টেম্বর) তাদের নাম চূড়ান্ত করা হয় বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক্সিম ব্যাংকের দায়িত্ব দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকত উল আলম। নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী ও মো. সালাহ উদ্দীন পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব। অন্যদিকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম, মকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেয়ার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
 
তবে প্রশাসক নিয়োগে আইনী প্রতিবন্ধকতা এড়াতে প্রয়োজনীয় বৈঠক শেষে আগামী মাসের শুরুতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র।

আরও পড়ুন>>>অবশেষে কমল সোনার দাম, ভরিতে কত?

বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা অনিয়ম ও দুর্নীতির কারণে শরিয়াহভিত্তিক এ পাঁচটি ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়ে। ব্যাংকগুলোর ঋণের বেশিরভাগই এখন খেলাপি হয়ে থাকায় গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না। এ অবস্থায় গ্রাহকদের নানা অসন্তুষ্টির মধ্যে ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
  
গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক, এ পাঁচ শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ব্যাংকগুলোতে প্রশাসক বসানো হচ্ছে।

প্রাথমিকভাবে পাঁচ ব্যাংককে একীভূত করতে ৩৫ হাজার ২০০ কোটি খরচ হবে। যার মধ্যে ২০ হাজার ২০০ কোটি টাকাই দেবে সরকার।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়