
ফাইল ছবি
বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় আরও তিনজন কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান পৃথক তিনটি আদেশ সই করেন। গত কয়েক দিনে সব মিলিয়ে ২৭ জন কর কর্মকর্তা–কর্মচারীকে বরখাস্ত করা হলো।
বরখাস্তরা হলেন- আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিটের আবদুল্লাহ আল মামুন; কর অঞ্চল-৬–এর কর পরিদর্শক রুহুল আমিন ও কর অঞ্চল-২–এর কর পরিদর্শক লোকমান আহমেদ।
আরও পড়ুন>>>এনবিআরে শুদ্ধি অভিযান, আরও ৬ কর্তা বরখাস্ত
আদেশ অনুসারে পাঁচজন উপ–কর কমিশনারের বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় ও এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীদের সমর্থন করায় তাঁদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৩৯(১) ধারা অনুসারে তাদের এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। তারা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
গত মাসে এনবিআরে আন্দোলনের জেরে কয়েক দিন ধরে এনবিআরের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করা হচ্ছে।
এদিকে গতকাল বুধবারও উপকমিশনার থেকে নিরাপত্তাপ্রহরী পদের ৯ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়। গত মঙ্গলবার ১৪ জন শুল্ক, কর ও ভ্যাট কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। তাদেরও বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।