কাফনের কাপড় পরে কলম বিরতিতে এনবিআরের কর্মকর্তারা
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ ও এনবিআর সংস্কারে যৌক্তিক প্রতিনিধিত্ব রাখা হয়নি এমন দাবি তুলে কাফনের কাপড় পরে কলম বিরতি শুরু করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (২৩ জুন) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে দুপুর ১টা পর্যন্ত। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই এনবিআরের কর্মকর্তারা কাফনের কাপড় পরে এনবিআর চত্বরে অবস্থান নিয়েছেন। এ সময় তারা ‘বদলির নামে প্রহসন মানি না’, ‘গোলামীর অধ্যাদেশ মানি না’, ‘বদলির নামে জুলুমবাজী বন্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
১২:৩৩ পিএম, ২৩ জুন ২০২৫ সোমবার