Apan Desh | আপন দেশ

রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৩, ৬ জুলাই ২০২৫

রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি 

ছবি: আপন দেশ

‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ এ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে রাবি শাখা ছাত্রশিবির।

রোববার (০৬ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধনী পর্বে রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও শোভাময় ৭২টি বৃক্ষরোপণ করা হয়।

আরওপড়ুন<<>>রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, বিভিন্ন ধরনের গাছের চারা নিয়ে আসার চেষ্টা করেছি আমরা। যার মধ্যে ফলজ, বনজ, এবং ঔষধি গাছের চারা রয়েছে। এছাড়া কিছু বিলুপ্তপ্রায় বৃক্ষ আছে। 

ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচি করছি। প্রতিষ্ঠাবার্ষিকীর ন্যারেটিভ ধরে রাখতেক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ৭২টা গাছের চারা রোপণ করবো । সারা দেশে ছাত্রশিবিরের এ বৃক্ষরোপণ অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান করছি। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দোয়া করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় যেনো শুধু দেশ না, সারা বিশ্বের মধ্যে শিক্ষা, গবেষণা, সাহিত্য সব দিক দিয়ে সম্মানের স্থানে পৌঁছায়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিবিরের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্তিত ছিলেন।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়