Apan Desh | আপন দেশ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৭, ১১ জুলাই ২০২৫

আপডেট: ১১:৩৯, ১১ জুলাই ২০২৫

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাত

রাষ্ট্রয়াত্ব জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাত গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম আবুল বারকাতকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ জুলাই) তিনি বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি থেকে আবুল বারকাতকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে একটি মামলা আছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আবুল বারাকাতকে আসামি করা হয়। সে মামলায় গ্রেফতার হলেন ব্যাংকটির সাবেক এ চেয়ারম্যান।

দুদক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে এ টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান, তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এ অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই একে একে বিভিন্ন মামলায় গ্রেফতার হন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মীরা। আবার অনেকে পালিয়ে বিদেশে আশ্রয় নেন। কেউ কেউ রয়েছেন আত্মগোপনে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়