Apan Desh | আপন দেশ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩১, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৫১, ১৮ জানুয়ারি ২০২৬

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিপুল পরিমাণ গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ ও কসমেটিক্স সহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি (২২ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের মূল্যের ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

নিজেদের পেশাদারিত্ব উল্লেখ করে বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বে সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশু সহ অনেক চোরাচালান পণ্য আটক করা সম্ভব হয়েছে। 

আরও পড়ুন<<>>সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়