ছবি : আপন দেশ
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে থেকে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে গিয়ে নৌপথের দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এ সময় নৌপথের মার্কিং বাতিগুলো সম্পূর্ণ অস্পষ্ট হয়ে পড়ে। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের সহকারী-মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম জানান, পাটুরিয়া প্রান্তের তিন নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা ও ভাষা শহীদ বরকত নোঙর করে আছে। এছাড়া একই প্রান্তের চার নম্বর ঘাটে নোঙর করে আছে, রো-রো ফেরি শাহ পরান ও রো-রো ফেরি এনায়েতপুরী।
আরও পড়ুন<<>>মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জনপদ
অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের সাত নম্বর ঘাটে নোঙর করে আছে, রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা। এছাড়া ঘনকুয়াশার জালে মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রী বোঝাই করে নোঙর করে আছে দুটি ফেরি। এগুলো হচ্ছে রো-রো ফেরি কেরামত আলী ও রো-রো ফেরি - বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।
ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত সার্ভিস চালু করা হবে।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে পাটুরিয়া ঘাট হয়ে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক পরিস্থিতি। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































