Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মিল্টন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৬, ২৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মিল্টন

সংগৃহীত ছবি

বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনটি ঐতিহাসিকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। এ আসন থেকেই এবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে এ মনোনয়নপত্র উত্তোলন করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান।

এ বিষয়ে মোর্শেদ মিল্টন বলেন, আমাদেরকে মনোনয়ন উত্তলোন করার কথা বলা হয়েছে। তাই আমরা সাময়িকভাবে মনোনয়ন উত্তলোন করেছি, দলীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আজ মোট দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একটি মোরশেদ মিল্টনের নামে ও অপরটির নাম তাৎক্ষণিকভাবে বলতে পারছি না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়