Apan Desh | আপন দেশ

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে মাজার-কবর ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ২৭ ডিসেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে মাজার-কবর ভাঙচুর

ছবি: আপন দেশ

ঠাকুরগাঁও সদর উপজেলায় শুক্রবার গভীর রাতে হজরত বাবা শাহ সত্যপীরের মাজার ও কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত—তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ ও জেলা প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাজারটি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নস্থ বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত। শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা মাজারের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এ সময় মাজারের পাশে থাকা তিনটি কবরও ভাঙচুর করা হয়। তবে মূল মাজার ও দানবাক্স অক্ষত আছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, শনিবার ভোরে স্থানীয় মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসে দেখতে পান—মাজারের গ্রিল ভেঙে ফেলা হয়েছে, পাশের তিনটি কবর ভাঙচুর করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয় লোকজন জানান, এ মাজারে কখনও অনৈতিক কার্যক্রম, এমনকি গান-বাজনাও অনুষ্ঠিত হয় না। আসন্ন নির্বাচন ঘিরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে মাজারটি এলাকার মানুষের আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত। বহু মানুষ মানত ও প্রার্থনা নিয়ে এখানে আসেন। এমন একটি পবিত্র স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ধর্মপ্রাণ মুসল্লি­ ও সাধারণ মানুষ গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। এটি ন্যক্কারজনক ঘটনা। এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমরা।

শাহ সত্যপীর মসজিদ ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল বলেন, আমরা ফজরের নামাজ আদায় করতে এসে দেখি মাজারের গ্রিল ও কয়েকটি কবর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানাই।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, ডিবি পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে পরিদর্শন করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়