Apan Desh | আপন দেশ

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৯, ২১ ডিসেম্বর ২০২৫

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

ফাইল ছবি

বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এ তথ্য জানিয়েছেন ধর্ম  উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। 

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। 

সভায় এমনটা জানান ধর্ম উপদেষ্টা।

রজব মাস মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি রমজানের পূর্ববর্তী প্রস্তুতির সূচনাকে নির্দেশ করে। রজব ও পরবর্তী মাস শা’বান শেষ হওয়ার পরই শুরু হয় পবিত্র রমজান। রজব মাসের সূচনার মাধ্যমে রোজার মাসের আনুষ্ঠানিক প্রস্তুতির গণনা শুরু হলো।
 
রজব ও শা’বান মাস যদি প্রচলিত নিয়ম অনুযায়ী ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে আনুমানিক ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হতে পারে। তবে অন্যান্য ইসলামি মাসের মতোই, রমজানের চূড়ান্ত শুরুর তারিখ নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়