Apan Desh | আপন দেশ

‘আমার অজান্তেই কুমিল্লার মনোনয়ন কেনা হয়েছে, আমি ঢাকা-১০ থেকেই লড়ব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ২৭ ডিসেম্বর ২০২৫

‘আমার অজান্তেই কুমিল্লার মনোনয়ন কেনা হয়েছে, আমি ঢাকা-১০ থেকেই লড়ব’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে তার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও তিনি জানিয়েছেন, এটি তার অগোচরেই হয়েছে। তিনি মূলত ঢাকা-১০ আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কোন আসন থেকে নির্বাচনে দাঁড়াবেন জানতে চাইলে বিবিসি বাংলাকে আসিফ মাহমুদ বলেন, (কুমিল্লার মনোনয়নপত্র) আমি নিইনি। এলাকার মানুষজন চায় আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই উনারা নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। আমি ঢাকা-১০-এ প্রার্থী হচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানকারই ভোটার ছিলেন তিনি।

নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হন। গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

এর আগে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার আগের দিন, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়