ছবি : আপন দেশ
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি।
কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়।
এ সময় কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন<<>>কালীগঞ্জে উৎসাহ উদ্ধিপনায় উদযাপিত হলো খ্রিষ্টানদের বড় দিন
ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ পদ্মা নদীতে যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে আছে রো-রো ফেরি শাহ পরান, রো-রো ফেরি গোলাম মাওলা ও ফেরি বাইগার। এদিকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে একাধিক ফেরি আটকে রয়েছে।
বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত সার্ভিস চালু করা হবে।
ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট ছোট যানবাহন। তীব্র শীতে আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































