Apan Desh | আপন দেশ

কিশোরগঞ্জে দোকানঘর দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৫৭, ২০ ডিসেম্বর ২০২৫

কিশোরগঞ্জে দোকানঘর দখলের চেষ্টা, থানায় অভিযোগ

ছবি: আপন দেশ

কিশোরগঞ্জের সদর  উপজেলার নীলগঞ্জ বাজার এলাকায় জমি ক্রয়ের অজুহাতে পুরো জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুস ছাদেক (৫৫) কিশোরগঞ্জ  মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত জুয়েল ছাদেকের ভাতিজার কাছ থেকে মাত্র ২০ পয়েন্ট জায়গা কিনলেও সেই ক্রয়কে পুঁজি করে পৈতৃক মালিকানাধীন পুরো দোকানঘর ও আশপাশের জায়গা দখলের পায়তারা চালাচ্ছেন। দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবার শান্তিপূর্ণভাবে দোকানঘরটি ভোগদখল করে আসছিল। 

আরও পড়ুন<<>>সুদানে শান্তি রক্ষা মিশনে নিহত জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত পক্ষ তা মানেনি। গতকাল দুপুরে নীলগঞ্জ বাজারে দোকানঘর দখলের চেষ্টা করলে বাধা দেওয়ায় অভিযুক্ত জুয়েল অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এ বিষয়ে অভিযুক্ত জুয়েল অভিযোগ অস্বীকার করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়। ভুক্তভোগী লিখিত অভিযোগে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

আপন দেশ/এসআর


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়