ছবি: আপন দেশ
কিশোরগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে গৌরাঙ্গ বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা নদীর পাড়ের খালি জায়গায় পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে ১১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ পূর্ণবাসনের জন্য নির্ধারিত স্থানের সীমানা নির্ধারণ করেন ও হকার ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন>>>অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ
এ সময় কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ও পৌরসভার সচিব শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ বলেন, শহরকে যানজটমুক্ত করতে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে তাদের নির্দিষ্ট স্থানে পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।
প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের যান চলাচল স্বাভাবিক হবে। পথচারীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































