ছবি : আপন দেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিস্কার করা হয়। পটুয়াখালী–১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন তিনি।
সোমবার (০৮ ডিসেম্বর) রাত ৮টায় পটুয়াখালী পৌরসভাস্থ দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এ ঘোষণা দেন। তিনি জানান, ইসলামী আন্দোলনের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর নির্দেশে এবং জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
দলীয় সূত্র বলছে, হাওলাদারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অনুসন্ধান চলছিল। তবে তার স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রকৃতি, সময় বা সুনির্দিষ্ট অভিযোগ সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়নি। অভিযোগের বিস্তারিত গোপন রাখায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে; বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এ হঠাৎ সিদ্ধান্ত দলটির ভেতরে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন<<>>টেলিভিশন সাংবাদিকদের নির্বাচন ঘিরে ভোলায় উৎসবের আমেজ
এদিকে একই ঘোষণায় পটুয়াখালী–১ আসনে নতুন প্রার্থী হিসেবে জেলা শাখার সদস্য আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান বোখারীর নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা সভাপতি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি ছাড় পাবে না।
কিন্তু বহিষ্কৃত নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ না করায় জেলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দলীয় সিদ্ধান্তের আড়ালে কী ঘটেছে—এ নিয়ে নানা জল্পনা দানা বাঁধছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































