Apan Desh | আপন দেশ

ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ৬ ডিসেম্বর ২০২৫

ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্রি ফায়ার গেমসের আইডি ও মোবাইল কেনার জন্য ২ বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছেন এক কিশোর। এ ঘটনায় ৩ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতারের পর এ চাঞ্চল্যকর তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তাররা হলো, আব্দুর রশিদের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার; হানিফ মিয়ার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী নাবিল এবং আলী হোসেনের ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহ আলম। তারা সবাই কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় তথ্যমতে, শুক্রবার রাতে শাহরিয়ারের বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে তার পরিবার তাকে প্রশ্ন করে। এসময় সে টাকার উৎস জানায়। পরে স্থানীয়রা জানতে পেরে তিন কিশোরকে আটক করে মারধর করলে তারা ডাকাতির ঘটনায় জড়িতের কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া এক কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কিছু বখাটে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে এ কাজ করেছে। মোবাইল কিনে গেম খেলার জন্য তারা এ নাটক সাজিয়েছে। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর তাদের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।’

আরও পড়ুন : গাজীপুরে খণ্ডিত পা উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিনে দুপুরে এক কিশোরের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কিশোরের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।

তরিকুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নতুন মোবাইল ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য বাড়িতে ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করেছেন। বলে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়