Apan Desh | আপন দেশ

কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৭, ২ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

রিখটার স্কেল। ছবি : সংগৃহীত

কক্সবাজার ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন : নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে যা বিএনপির বার্তা

 ইউএসজিএসের বরাত দিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি মিয়ানমার। দুটি টেকটোনিক প্লেট—ভারত ও ইউরেশিয়া প্লেটের মধ্যে মিয়ানমারের অবস্থান, যা দেশটিকে ভূমিকম্পের বিশেষ ঝুঁকিতে ফেলেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়