Apan Desh | আপন দেশ

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বিএনপির বার্তা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:২৫, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:১৬, ২ ডিসেম্বর ২০২৫

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বিএনপির বার্তা

বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিএনপি এই সদিচ্ছার নিদর্শন এবং সমর্থন প্রদানের প্রস্তুতির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যেকোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

আরও পড়ুন : এভারকেয়ারে মির্জা ফখরুল, কেমন আছেন খালেদা জিয়া

এদিকে ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। শুরুতে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তির পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং জীবনরক্ষাকারী ব্যবস্থা (ভেন্টিলেশনসহ) দেওয়া হয়। বিদেশি বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে।

বিএনপি নেতাদের তথ্যমতে, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। 

দলের ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, ‘চিকিৎসকরা প্রায় সব ধরনের চিকিৎসা প্রয়োগ করেছেন। উনি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। এখন জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই করার নেই।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশি–বিদেশি চিকিৎসকরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি অত্যন্ত অসুস্থ। সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়