ছবি : আপন দেশ
"নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ। অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর।
আরও পড়ুন<<>>নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-এ-খুদা, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছা. সোহেলী পারভীন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, ইসলামিক ফাউণ্ডেশন এর উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি, সদর থানার ওসি হাবিবুল্লাহ, এনসিপির আহবায়ক মুকুল মিয়া প্রমুখ।
সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ বলেন, আমরা নারীরা যারা আজকে এই অবস্থানে এসেছি, তারা অনেক বাঁধা পেরিয়ে নিজেদের অবস্থান তৈরী করেছি। স্বামী কর্তৃক নারীরা শারীরিক, মানসিক, অর্থনৈতিক সহ নানাভাবে নির্যাতনের শিকার হোন। এছাড়া কর্মক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হোন। নারীদের প্রতি নির্যাতন ও বৈষম্যে দূরী করনে ধর্মীয় নেতৃবৃন্দ সহ সকলকে ভুমিকা রাখার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে নারী প্রতিরোধে কাজ করা বিভিন্ন এনজিও সহ নারী প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































