ছবি: আপন দেশ
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে এবি পার্টির মনোনীত এমপি প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ডা. মো. নজরুল ইসলাম খাঁনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার কয়েকটি শপিং মলের কাপড় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় সহ এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন ডা. মো. নজরুল ইসলাম খাঁন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, জেলা সদস্য লোকমান হাকিম, আমিনুল ইসলাম, সফিকুল ইসলাম, একেএম রেজাউল করিম, ছাত্রপক্ষ হেলাল উদ্দিন, মামুন সহ আরও অনেকে।
আরও পড়ুন<<>>প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে: শাহজাহান চৌধুরী
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. নজরুল ইসলাম খাঁন বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এ জেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ অঞ্চলের মানুষের এখনও মৌলিক চাহিদা নিশ্চিত হয় না। তারা এখনও শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা সহ নানান সংকটে ভুগছেন।
তিনি আরও বলেন, অতীতে যারা এ আসনের ক্ষমতার মসনদে বসেছেন তারাই অবহেলিত মানুষগুলোর কথা না ভেবে নিজেদের আখের গুছিয়েছেন। কিন্তু এখন সময় এসেছে পরিবর্তনের। আমরা এবি পার্টির মাধ্যমে সকল মানুষের সমান সুযোগ-সুবিধা এবং সম্মান নিশ্চিত করতে চাই। প্রতিটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মুল, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বন্যা ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাই। আমার টার্গেট, কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেল এ পরিনত করা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































