ছবি সংগৃহীত
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার(১৩ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে অফিসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।আশেপাশের লোকজন টের পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরই মধ্যে পুরো অফিস এবং ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।
ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফলের নামে এ আগুন দেয়া হয়েছে।
উজিরপুর থানর ওসি আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































