
ছবি : আপন দেশ
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে প্রবীণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলা দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
"জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি" সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।
আরও্র পড়ুন<<>>‘ভোটের বুথে বলবেন বিসমিল্লাহ দাঁড়িপাল্লা’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, ডা. আব্দুল খালেক, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু, প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, দাইন্যা ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
প্রবীনদের জীবনমান উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন সমাবেশে বক্তারা বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়, তখন তারা অসহায় হয়ে পড়ে। তাই শেষ বয়সে তাদের পাশে থাকার জন্য সংগঠনের মাধ্যমে ফান্ড তৈরি করা হয়েছে। আমরা যারা সমাজে বৃত্তবান আছি তাদের সবার উচিত এ সংগঠনের পক্ষে এগিয়ে আসা। এখন যদি আমরা প্রবীনদের পাশে দাঁড়াই পরবর্তী প্রজন্মও আমাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।