
বিথী রানী দাস।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক সঞ্জয় দাস লিটুর স্ত্রী বিথী রানী দাস (৩২)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই শিশু সন্তান রেখে গেছেন।
আরও পড়ুন>>>দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিথী রানী দাসকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক লিটু দাসের স্ত্রীর এ অকাল মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়া, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফও শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় পটুয়াখালী শ্মশানে বিথী রানী দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।