
ছবি: আপন দেশ
চট্টগ্রামের রাউজান উপজেলায় মেহেদী হাসান হৃদয় (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালারমুখ এলাকায় গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হৃদয় স্থানীয় আবদুর রহিমের ছেলে। আবদুর রহিম শহরে চায়ের দোকান চালান। হৃদয় এসএসসি পাসের পর দুই বছর ধরে রাজমিস্ত্রির কাজ করতো।
এদিকে, হৃদয়ের শয়নকক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল- ‘আমার মরার পিছনে কারো হাত নেই, আমি স ইচ্ছা ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু, সবাই ভালো থেকো’।
আরওপড়ুন<<>>শিশু হত্যার অভিযোগে সৎমা কারাগারে
নিহতের স্বজনরা জানায়, রোববার (১০ আগস্ট) রাত ১১টার দিকে হৃদয় বাড়ি থেকে বের হয়। বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির পর রহমতপাড়ায় একটি বিয়েতে যাওয়ার কথা বলেছিল। মা ইয়াছমিন আকতার তাকে দ্রুত ফিরে আসতে বলেন। কিন্তু রাতে সে বাড়ি ফিরেনি। সোমবার সকালে পরিবারের লোকজন হৃদয়কে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
হৃদয়ের শয়নকক্ষে বালিশের পাশে একটি চিরকুট পাওয়া যায়। পরে বাড়ি থেকে প্রায় দুইশ গজ দূরে একটি গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, হৃদয় নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।