Apan Desh | আপন দেশ

‘জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবো কিনা সন্দেহে ছিলাম’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ৫ আগস্ট ২০২৫

‘জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবো কিনা সন্দেহে ছিলাম’

ছবি: আপন দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান। আমরা দীর্ঘদিন যাবত আমাদের নায্য অধিকার হারিয়ে ফেলেছিলাম, কথা বলার অধিকার, বাড়ি থেকে বের হওয়ার পরে আবার জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবো কিনা সন্দেহে ছিলাম।

তিনি বলেন, মিডিয়ার কর্মীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে নির্যাতন, জেল জুলুম ভোগ করতে হয়েছে। তারা সর্বস্তরে  দুর্নীতি আর ধ্বংসস্তূপে পরিনত করেছে দেশটাকে। আলেমদের অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী বানিয়ে নাটক সাজিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছে। এ জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশাপাশি আলেম-ওলামাদের ভূমিকা কোন অংশে কম ছিল না। 

মঙ্গলবার (০৫ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন<<>> সমাবেশে যোগ দেয়া হলো না জামায়াত নেতার

ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে  উপ-পরিচালক, মোঃ মেহেদী হাসান সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আবুল কালাম আজাদ এফ,এস আজিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মডেল কেয়ারটেকার শেখ মাহবুবুর রহমানসহ  মসজিদের ইমামগণ। অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন কুতুবুদ্দীন, সকাল থেকে জুলাই শহীদের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতমের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এসময় সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক  ফাউন্ডেশনের এফ,ও মোঃ হাসানুজ্জামান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্রে ২৮ দফা পাঠ করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০ গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন ৫ আগস্ট: রিজভী জাতির উদ্দেশ্যে রাতে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা জুলাই শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না ১৯৭১ স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান ‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দিব না: জামায়াত মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ, নিশ্ছিদ্র নিরাপত্তা সিলেটে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দীর নির্দেশ