
ছবি: আপন দেশ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমি বিরোধের জেরে স্কুলছাত্র সুমেল মিয়া হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারজিন এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবীরা জানান, ২০২১ সালে উপজেলার চৈতনগর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল আলম জোরপূর্বক মাটি তুলতে গেলে বাধা দেন জমির মালিক নজির উদ্দিন, তার ভাই মানিক মিয়া এবং ভাগ্নে দশম শ্রেণির ছাত্র সুমেল মিয়া। কথা-কাটাকাটির একপর্যায়ে সাইফুল আলমের গুলিতে সুমেল নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হন সুমেলের বাবা-চাচাসহ আরও চারজন।
ঘটনার পর নিহত সুমেলের চাচা ইব্রাহীম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা করেন। এতে সাইফুল আলমকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখ করে আজ্ঞাতনামা আরও ১৬ জনের নামে মামলা করা হয়।
আরওপড়ুন<<>>‘বাড়ি দখলে নিতে’ বাবার হাত-পা ভেঙে রগ কাটল ছেলে
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট রেঞ্জের তৎকালীন ডিআইজি মফিজ উদ্দিন ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তদন্তে গাফিলতি ও আলামত নষ্টের অভিযোগে বিশ্বনাথ থানার তৎকালীন ওসি শামিম মুসা, এসআই নূর ও এসআই ফজলুল হককে ক্লোজড করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর আদালত বুধবার এ চাঞ্চল্যকর মামলার রায় দেন। মামলার ২৩ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন জানান, মামলায় মোট আসামির মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন এবং বাকিদের খালাস দেয়া হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।