Apan Desh | আপন দেশ

‘বাড়ি দখলে নিতে’ বাবার হাত-পা ভেঙে রগ কাটল ছেলে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৫, ২৯ জুলাই ২০২৫

‘বাড়ি দখলে নিতে’ বাবার হাত-পা ভেঙে রগ কাটল ছেলে

ছবি: আপন দেশ

ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হাত-পা ভেঙে পায়ের রগ কেটেছে তার ছেলে। চিকিৎসার জন্য ওই বৃদ্ধকে ঢাকায় পাঠানো হয়েছে। 

সোমবার (২৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে।

জানা গেছে, অভিযুক্ত ছেলের নাম মাসুক মিয়া। নিজের নামে বাড়ি দখলে নিতে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন। 

আহত ধন মিয়া বলেন, আমার দুই স্ত্রীর দুই সংসার। আমার সাত ছেলে। তাদেরকে আলাদাভাবে বাড়ি দিয়েছি। প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। নিজবাড়িতে ঘর না করে সে বাবার বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। এখন পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে গতকাল সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাড়ির কাছের মসজিদের সামনে আমাকে মাসুক কুপিয়ে আহত করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাগালের ট্রমা সার্জন মো. সোলায়মান মিয়া বলেন, হামলায় বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। এ ছাড়াও হাত ও পায়ের রগ কেটে গেছে।

উন্নত চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় পাঠানো হয়েছে। নাসিরনগর থানার ওসি মো. আজহারুর ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে ওই বৃদ্ধের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ এখনো দেয়া হয়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়