Apan Desh | আপন দেশ

মরা গরু পাচারের দায়ে দুই জনের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৬, ২৭ জুলাই ২০২৫

মরা গরু পাচারের দায়ে দুই জনের কারাদণ্ড

ছবি : আপন দেশ

সাতক্ষীরায় মরা গরু পাচারের অভিযোগে এক ব্যবসায়ী ও ট্রাক চালককে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

রোববার (২৭ জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের ইমাম মোড়লের পুত্র করিমুল ইসলাম ও একই উপজেলার খর্ণিয়া গ্রামের হেকমোত উদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী নাসিরউদ্দিন। 

ঘটনা সুত্রে জানা যায়, অভিযুক্তরা শনিবার রাতে সাতক্ষীরা হতে মরা গরু নিয়ে সাতক্ষীরা হতে খুলনায় যাওয়ার সময় সাতক্ষীরা শহরের বাইপাশ সড়কে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাদের আটক করে শহরের ইটাগাছা ফাড়িতে নিয়ে যায়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম অভিযুক্তদের জেল ও জরিমানা প্রদান করেন। 

আটকৃত গরু ব্যাবসায়ী নাসির উদ্দীন জানান, সাতক্ষীরা কামালনগরের গরুর কসাই জুয়েল ও খুলনার ডুমুরিয়া রবি কসাই মরা গরু ব্যবসায়ীর সঙ্গে জড়িত। আমরা শুধু তাদের কথামতো মরা গরু সরবরাহ করি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম বলেন, অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়