Apan Desh | আপন দেশ

দেশে কোরআনের আইন ছাড়া শান্তি আসবে না: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৩৯, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৪৩, ২২ জুলাই ২০২৫

দেশে কোরআনের আইন ছাড়া শান্তি আসবে না: জামায়াত আমীর

ছবি: আপন দেশ

এ দেশে কোরআনের আইন ছাড়া প্রকৃত শান্তি আসবে না। আমরা কোরআনের শাসন চাই, আল্লাহর বিধানই মানবজাতির মুক্তির পথ। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) খুলনার দাকোপে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত আমীর এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা অনেক শাসন দেখেছি, যারা শাসক ছিল না, ছিল শোষক। আমরা আল্লাহর শাসন চাই।

আরও পড়ুন>>>মাইলস্টোনে হতাহত পরিবারের পাশে থাকার আহবান খালেদা জিয়া-তারেক রহমানের

তিনি বলেন, আমি তো সেদিন চলেই গিয়েছিলাম। কিছু সময়ের জন্য, জানি না কোথায় ছিলাম। আপনাদের চোখের পানি, আল্লাহ তায়ালার রহমত, তিনি ফেরত দিয়েছেন। দিনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তাক্ত চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তোর গায়ে রক্তের চাদর কেন? সেদিন যেন বলতে পারি আল্লাহ তোমার চাইতে আমার জন্য কি আর বড় সাক্ষী কেউ আছে? তুমি তো আমার সবচেয়ে বড় সাক্ষী। বলতে চাই, ইয়া মাবুদ বাংলাদেশকে তুমি কোরআনের শাসন দাও।

ড. শফিকুর রহমান বলেন, মাওলানা আবু সাঈদ ইসলামী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন। চব্বিশের আন্দোলনে আমাদের সন্তান আরেক আবু সাঈদ শহীদ হয়েছে। তোমার দ্বীন কায়েমের জন্য আর যতো আবু সাঈদকে প্রয়োজন তুমি কবুল করে নাও। জালিম শাসকের আমলে আমাদের দুইজন আমীরসহ সারাদেশে যারা শহীদ হয়েছেন সবাইকে তুমি কবুল করো।

 তিনি সদ্য সংঘটিত উত্তরা বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণ করে দোয়া করেন। তিনি বলেন, গতকাল সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী, শিক্ষক ইন্তেকাল করেছেন। ডাক্তাররা বলছেন আরও ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। যারা হাসপাতালে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে তুলুন। তাদেরকে আপনজনের বুকে ফিরিয়ে দিন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়