Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে অরক্ষিত রেলগেট, গেটম্যান না থাকায় জনমনে আতঙ্ক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৭, ২১ জুলাই ২০২৫

টাঙ্গাইলে অরক্ষিত রেলগেট, গেটম্যান না থাকায় জনমনে আতঙ্ক

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেংগুরিয়া পাড়ায় অরক্ষিত রেলগেটগুলোর কারণে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিন ধরে গেটম্যান না থাকায় প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, দেলদুয়ার-বাসাইল সড়কের টেংগুরিয়া পাড়ায় রেলগেটের দু’প্রান্তে মাটি উঁচু করে তৈরি করা বিট থাকলেও সেখানে গেটম্যান নেই। রাস্তার পাশে ঘন লতাপাতায় ট্রেন আসা বোঝার উপায় নেই। অদূরে একটি দোকান থাকলেও সাইনালিংয়ের ব্যবস্থা নেই। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয় দোকানদার আব্দুল ওয়ারেছ মিয়া জানান, প্রতিদিন প্রায় দুই হাজার যানবাহন এ রেলগেট পার হয়। সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও এ পথেই যাতায়াত করে। প্রায় সময় আমাকে দোকান ছেড়ে গেটম্যানের কাজ করতে হয়। ট্রেন ও যানবাহনের শব্দ এক হয়ে গেলে ট্রেন আসছে কি না বোঝা যায় না।

দাখিল মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান বলেন, এ অঞ্চলে ফাজিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফেজিয়া ও বালিকা মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় আছেন। দ্রুত গেটম্যান নিয়োগের দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা মেনহাজ উদ্দিন বলেন, রেলগেটের দু’প্রান্তে উঁচু বিট থাকায় যানবাহনের গতি কিছুটা নিয়ন্ত্রণে থাকে, তবে এটি যথেষ্ট নয়।

রেলওয়ে কর্মচারী রুবেল মিয়া জানান, আমি ছয় কিলোমিটার এলাকাজুড়ে দায়িত্বে আছি। এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অরক্ষিত রেলক্রসিং রয়েছে— টেংগুরিয়া পাড়া, পাটখাকুরি ও সোনালিয়া। এ স্থানে জরুরি ভিত্তিতে গেটম্যান নিয়োগ প্রয়োজন।

স্থানীয়রা জানান, দেলদুয়ার-বাসাইল সড়ক দিয়ে বাসাইল, সখীপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার লাখো মানুষ প্রতিদিন চলাচল করেন। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা থেকে যাচ্ছে।

তাদের দাবি, সরকার যেন দ্রুত এসব অরক্ষিত রেলগেটে গেটম্যান নিয়োগ করে জননিরাপত্তা নিশ্চিত করে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়