Apan Desh | আপন দেশ

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩৫, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ০৯:০২, ১৫ জুলাই ২০২৫

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

ছবি: আপন দেশ

বঙ্গোপসাগরে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (১৪ জুলাই) গভীর রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়।

নৌবাহিনীর একটি সূত্র জানায়, আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছিল। এ সময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়। এ সময় আটক দুটি ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশসহ প্রায় ১০০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

আরওপড়ুন<<>>৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌবাহিনীর নিয়মিত টহলের সময় রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি শনাক্ত হয়। পরে নৌবাহিনীর সদস্যরা ওই এলাকায় গেলে ভারতীয় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে সেগুলো আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ’ কেজি সামুদ্রিক মাছ রয়েছে। মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। আটক জেলে ও ট্রলার দুটি মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়