Apan Desh | আপন দেশ

পা দিয়ে লিখে হাবিপ্রবির ‘বি’ ইউনিটে ১৯২তম মানিক

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ১১ মে ২০২৫

আপডেট: ২১:২৫, ১১ মে ২০২৫

পা দিয়ে লিখে হাবিপ্রবির ‘বি’ ইউনিটে ১৯২তম মানিক

মানিক রহমান

পা দিয়ে লিখে এসএসসি, এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মানিক রহমান। এবার হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় বি ইউনিটে মেধা তালিকায় ১৯২তম স্থান অর্জন করেছে সে।

রোববার (১১ মার্চ) দুপুরে ফলাফল প্রকাশিত হলে মানিকের এ সাফল্যের ধারাবাহিকতায় বাবা-মা, আত্নীয়-স্বজনসহ সকলেই উচ্ছ্বাস প্রকাশ করে।

মানিক রহমান ২০২২ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পায়। ২০২৪ সালে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

আরওপড়ুন<<>>অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা সেলিমুজ্জামান

মানিক রহমানের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ীর সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। ব্যবসায়ী মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক মরিয়ম বেগমের বড় ছেলে সে। শুধু এসএসসি ও এইচএসসিতে নয়, পিইসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি এবং জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এছাড়া পা দিয়ে মোবাইল চালানো ও কম্পিউটার টাইপিংয়ে যথেষ্ট পারদর্শী সে।

মানিকের বাবা মিজানুর রহমান ও মা মরিয়ম বেগম জানান, আমাদের দুই ছেলের মধ্যে মানিক বড়। ছোট ছেলে মাহীম নবম শ্রেণিতে পড়ে।  মানিক জন্ম থেকেই শারিরীক প্রতিবন্ধী। তার দুটি হাত নেই।একটি পা অন্যটার চেয়ে অনেকাংশে খাটো। কিন্তু প্রতিবন্ধী হলেও আমরা তাকে প্রতিবন্ধী মনে করি না। হাত না থাকায় ছোট থেকেই মনিককে পা দিয়ে লেখার অভ্যাস করিয়েছি। পড়াশোনায় সে খুবই মনোযোগী। সকলের দোয়ায় আজ মানিকের কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের দ্বার উন্মোচিত হলো। সকলে কাছে ছেলে জন্য দোয়া চায় যেন মানিক একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারে।

মানিক বলেন, আমার দুটি হাত না থাকলেও আল্লাহর অশেষ রহমত, বাবা-মার দোয়া ও শিক্ষকদের অনুপ্রেরণায় পিইসি থেকে এইচএসসি পর্যন্ত সকল পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। এ বছর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৯২তম স্থান অর্জন করেছি।  সকলেই দোয়া করবেন আমি যেন একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়