Apan Desh | আপন দেশ

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবি কর্মকর্তা গ্রেফতার 

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৫, ৮ মে ২০২৫

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবি কর্মকর্তা গ্রেফতার 

রাফিউল হাসান রাসেল।

আবু সাঈদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (০৭ মে) রাত ২টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ। এনিয়ে ওই মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছেবিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি শাহ আলম সরদার।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বুধবার বিস্ফোরক আইনে ৭১ জনের বিরুদ্ধে মামলা করেন বেরোবি রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ। মামলার পরপরই বিশ্ববিদ্যালয়ের ডেসপাস শাখার সহকারী রেজিস্ট্রার মোক্তারুলকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন>>>জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ আরও অনেকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতার বিষয়ে জানতে চাইলে তাজহাট থানার ওসি শাহ আলম সরদার বলেন, আপনারা জানেন মামলার পরপরই একজনকে গ্রেফতার করেছি। এরপর রাত ২টার দিকে রাফিউল আলম রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়