Apan Desh | আপন দেশ

বাকৃবিতে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫১, ৮ মে ২০২৫

বাকৃবিতে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) সকাল ১১টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. তাসলিমা খানম ও প্রভাষক সালমান শাহরিয়ার নিবিড়। অনুষ্ঠানের শুরুতে দুইজন মহাপরিচালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

আরও পড়ুন>>>ইন্টার্নশিপে অনিশ্চয়তা, তালা ঝুললো বাকৃবির কৃষি প্রকৌশল অনুষদে

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ইন্টার্নশিপ চলাকালে প্রত্যেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। তাই সবার উচিত বাকৃবির ভাবমূর্তি সমুন্নত রাখা। ইন্টার্নদের কঠোর পরিশ্রম ও শিষ্ট আচরণের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। এছাড়াও ভবিষ্যতে ইন্টার্নশিপের সময়কাল ছয় মাসে উন্নীত করার আশ্বাস দেন উপাচার্য। 

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, দায়িত্বশীল শিক্ষকবৃন্দ, মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, তিন মাসব্যাপী এ ইন্টার্নশিপ প্রোগ্রামে ১১টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১০৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রোগ্রামটি মৎস্যবিজ্ঞান অনুষদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এতে সার্বিক সহায়তা দিচ্ছে মৎস্য অধিদফতর, ঢাকা ও বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট, ময়মনসিংহ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়