
ফাইল ছবি
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি ও পিকআপের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। তাতক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি-পিকআপভ্যান সংঘর্ষে ৫ জন নিহতের খবর পেয়েছি।
এফ আই ইসহাক জানান, পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।